কক্সবাজার প্রতিনিধি: এক জালেই কপাল খুলে গেছে কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি শাইরারডেইল এলাকার জামাল উদ্দিন বহদ্দারের। বুধবার মহেশখালীর কুতুবদিয়া চ্যানেলে জালে একসাথে উঠে এসেছে ৮১টি বড় সাইজের পোপা মাছ। প্রতিটি মাছের ওজন ১৭ থেকে ২৫ কেজি। আর ৮১টি পোপা মাছ বিক্রি করে পেয়েছেন ৪০ লাখ টাকা।

জেলে বাহারউদ্দিন বলেন, মঙ্গলবার গভীর রাতে মাতারবাড়ির পশ্চিম পাশে কুত্বুদিয়া চ্যানেলে জাল বসিয়েছিলাম। সকালে নিজে সেই জাল একা তুলতে না পারলে অন্যান্যদের ডেকে তা কূলে নিয়ে আসি। সে সময়ই দেখে জালে এক ঝাক পোপা মাছ ধরা পড়েছে। যাদের প্রতিটির ওজন প্রায় ১৭/২৫ কেজি হতে পারে।

এদিকে বিষয়টি জানতে পেরে অনেকেই এই মাছ দেখতে ভীড় জমায়। পরবর্তীতে ৮১টি মাছ বাজারে নিলামে তোলা হয়। নিলামে ৪০ লাখ টাকায় কক্সবাজার ফিশারীঘাটের ইসহাক নামে এক ব্যবসায়ী মাছগুলো কিনে নেন।

পোপা মাছের পটকা খুবই মূল্যবান। প্রতিকেজি শুকনো পটকার দাম ৮০-৯০ হাজার টাকা। পটকা দিয়ে তৈরি হয় সুস্বাদু স্যুপ। হংকং, থাইল্যান্ড, চীন, জাপানসহ বিশ্বের বিভিন্ন দেশে পোপা মাছের পটকা রপ্তানি হয়।

(দ্য রিপোর্ট/আরজেড/নভেম্বর ০৮,২০১৯)