মোস্তাফিজকে পাঠানের তিন পরামর্শ
দ্য রিপোর্ট ডেস্ক: ভারত সফরে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ দলের সবচেয়ে খরুচে বোলার ছিলেন মোস্তাফিজুর রহমান। পুরো সিরিজে ৯.৪ ওভার বল করে খরচ করেছেন ৯২ রান। পাননি কোনো উইকেটের দেখা। যা এই ক্রিকেটারের আত্ববিশ্বাসকে তলানীতে নিয়ে গেছে।
ভাঙাচোড়া এই আত্ববিশ্বাস নিয়েই ১৪ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া সিরিজের প্রথম টেস্টের প্রস্তুতি নিচ্ছেন তিনি। তবে টেস্ট সিরিজের আগে মোস্তাফিজের বোলিংয়ের তিনটি সমস্যার কথা চিহ্নিত করে দিলেন ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠান।
ইরফান পাঠান মনে করেন, ফিজের বোলিংয়ের কৌশলেও কিছু পরিবর্তন আনা দরকার। তিনি জানালেন, ‘ব্যক্তিগতভাবে আমি মনে করি মোস্তাফিজের বোলিং ঠিক আছে। শুধু তার লেংথে সমস্যা। তাকে ফুলার লেংথে বল করতে হবে। আপনি যদি তার ক্যারিয়ারের দিকে তাকান দেখবেন বেশিরভাগ উইকেট সে ফুলার ডেলিভারিতে পেয়েছে। কারণ এই ডেলিভারিতে তার ভ্যারিয়েশনগুলো খুব কাজে আসে।’
নিজে বাঁহাতি পেসার হওয়ায় মোস্তাফিজের সমস্যাগুলো হয়তো দেখতে পেয়েছেন ইরফান। তিনি যোগ করেন, ‘আরেকটি ব্যাপার খুব গুরুত্বপূর্ণ হলো যে ফলো-থ্রুতে মোস্তাফিজ নিজের ভারসাম্য রাখতে পারছে না, সামনে ঝুঁকে যাচ্ছে। তার ডানহাত (নন-বোলিং আর্ম) শরীর থেকে দূরে সরে যাচ্ছে, বিশেষ করে সে যখন ডেলিভারি দেয়। এটা নিয়ে মোস্তাফিজের আরও কাজ করতে হবে এবং নিশ্চিত করতে হবে যেন ডানহাত (নন-বোলিং আর্ম) ব্যাটসম্যানের দিকে ঝুঁকে না যায়। যদি মোস্তাফিজ সমস্যাগুলো নিয়ে কাজ করতে পারে তাহলে নিজের বোলিং আরও বেশি নিয়ন্ত্রণে আনতে পারবে।’
মোস্তাফিজকে বোলিংয়ে বাড়তি গতি আনার চেষ্টা করা থেকে বিরত থাকার পরামর্শও দিয়েছেন পাঠান। তিনি বলেন, ‘সে বাঁহাতি পেসার। ঘণ্টায় ১৩৫ কিলোমিটার গতিতে বল করতে পারলে সেটা ঠিক আছে। তবে আমি মনে করি না সাফল্য পেতে হলে প্রতিটি পেসারকে ১৪০ বা ১৫০ কিলোমিটার গতিতে বল করতে হবে। আপনারা যদি গ্লেন ম্যাকগ্রাকে দেখেন, সে কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে ৫০০’র বেশি উইকেট পেয়েছে। তার বোলিং কিন্তু ১৪৫ কিলোমিটারের গতিতে ছিল না। ওয়াসিম আকরাম কিন্তু ১৫০ প্লাস গতিতে বল করেননি। কিন্তু তার বোলিংয়ে ভ্যারিয়েশন ঠিক ছিল। এটা কোনো গতির বিষয় না। বিষয়টা হলো নিজের নিয়ন্ত্রণ রেখে সঠিক জায়গায় বল ফেলা।’
(দ্য রিপোর্ট/আরজেড/নভেম্বর ১২,২০১৯)