লেনদেনের শীর্ষে বীমাখাত
দ্য রিপোর্ট প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহের লেনদেনের হিসেবে শীর্ষে রয়েছে বীমা খাত। ডিএসইতে মোট লেনদেনের ১৮ শতাংশ অবদান রয়েছে এই খাতে।
অন্যদিকে প্রকৌশল খাত রয়েছে দ্বিতীয় স্থানে। মোট লেনদেনের ১৫ শতাংশ লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। ঔষধ এবং রসায়ন খাত ১৪ শতাংশ লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
পুঁজিবাজারে লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য খাতগুলো হলো- ব্যাংক ও বস্ত্র খাতে ৯ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ খাতে ৭ শতাংশ, খাদ্য এবং আনুষাঙ্গিক ও ট্যানারি খাতে ৪ শতাংশ, সিরামিক, মিউচ্যুয়াল ফান্ড, আইটি, আর্থিক, বিবিধ ও টেলিকমিউনিকেশন খাতে ৩ শতাংশ, ভ্রমণ এবং অবকাশ, সিমেন্ট ও পেপার এবং প্রিন্টিং খাতে ১ শতাংশ করে লেনদেন হয়েছে।
(দ্য রিপোর্ট/আরজেড/নভেম্বর ১৭,২০১৯)