সাবিলা নূরের হানিমুনের ভিডিও ভাইরাল
দ্য রিপোর্ট ডেস্ক: ২৫ অক্টোবর বুধবার রাজধানীর অফিসার্স ক্লাবে বিয়ে করেছেন এই সময়ের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। পাত্রের নাম নেহাল সুনন্দ তাহের। নেহাল সুনন্দ তাহের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে কর্মরত।
বিয়ের পরেই সাবিলা গেলেন হানিমুনে। কয়েকদিন আগে হানিমুনে মধুর সময় কাটাতে ইন্দোনেশিয়ার বালিতে গিয়েছেন সাবিলা-সুনন্দ। সেখানে দারুণ একটি রিসোর্টে সময় কাটাচ্ছেন এই নতুন দম্পতি।
সাবিলা নূর নিজেই ইনস্টাগ্রামে সেই রিসোর্ট থেকে ছবি ও ভিডিও পোস্ট করেছেন। তার পোস্ট করা ছবি ও ভিডিও দেখে অনেকেই শুভকামনা জানাচ্ছেন তাদের। সাবিলার এক ভক্ত লিখেছেন, অসাধারণ লাগছে আপনাকে। আরেকজন লিখেছেন, চেনাই যাচ্ছে না।’
উল্লেখ্য, সাবিলা নূর ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। শৈশব থেকেই নাচের প্রতি আসক্তি ছিল তার। সাবিলা বুলবুল ললিতা কলা একাডেমি থেকে নাচ শিখেছেন। সাবিলা ২০১৪ সাল থেকে মডেলিংয়ের মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ করেন।
(দ্য রিপোর্ট/আরজেড/নভেম্বর ১৮,২০১৯)