ফের রক্তাক্ত পাহাড়, নিহত ৩
রাঙ্গামাটি প্রতিনিধি: কোনোমতেই শান্ত হচ্ছে না পাহাড়। আবারও পাহাড়ি দুইটি সংগটনের সংঘর্ষে প্রাণ দিতে হলো তিনজনকে।
রাঙ্গামাটির রাজস্থলীতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সন্তু লারমা গ্রুপের দুই পক্ষের গোলাগুলিতে তিনজন নিহত হয়েছেন বলে ধারণা করছে পুলিশ।
সোমবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বালুমোড়া এলাকার মারমাপাড়ায় গভীর অরণ্যে এই ঘটনা ঘটে।
রাঙ্গামাটির পুলিশ সুপার আলমগীর কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, জেএসএসের (সন্তু লারমা গ্রুপ) অন্তঃকোন্দলের জেরে এই গোলাগুলির ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিকভাবে তিনজনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
গত দুই বছর ধরেই উত্তপ্ত পাহাড়। বিশেষ করে পাহাড়ি সংগঠন গুলোর মধ্যে দিন দিন উত্তেজনা বেড়েই চলছে। গত উপজেলা পরিষদ নির্বাচনে ব্রাশফায়ারে নিহত হয়েছিল সাতজন। এরপর কয়েকদফায় গুলি করে হত্যা করা হয় অন্তত ৮ জনকে।
(দ্য রিপোর্ট/আরজেড/নভেম্বর ১৯,২০১৯)