চট্টগ্রামে রেলওয়ের শতাধিক বাসভবন দখলমুক্ত করে সিলগালা
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে রেলওয়ের শতাধিক বাসভবন অবৈধ দখলমুক্ত করে সিলগালা করেছে কর্তৃপক্ষ। আজ সোমবার (১৮ নভেম্বর) নগরের আমবাগান, পাহাড়তলী রেলওয়ে স্টেশন গ্যাং কলোনি, পাওয়ার হাউজ এলাকার বিভিন্ন রেলওয়ে কোয়ার্টারে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন পাহাড়তলী বিভাগীয় প্রকৌশলী (২) আব্দুল হানিফ।
জানা গেছে, দীর্ঘদিন ধরে রেল কর্মচারীরা এই ভবনগুলো কাগজেকলমে খালি দেখিয়ে অবৈধভাবে ভাড়া আদায় করে আসছিল। এতে বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছিল সরকার।
সংশ্লিষ্ট সয়ত্র জানা গেছে, শুধু রেলওয়ের নয় সরকারি যেসব বাসভবন অবৈধভাবে দখল করে রাখা হয়েছে, পর্যায়ক্রমে সবগুলোই দখলমুক্ত করে সিলগালা করা হবে।
(দ্য রিপোর্ট/আরজেড/নভেম্বর ১৯,২০১৯)