মাশরাফির পরিণতি দেখে নিজেকে নিয়ে শঙ্কিত তামিম
দ্য রিপোর্ট প্রতিবেদক: মাশরাফি বিন মর্তুজা। ইংল্যান্ড বিশ্বকাপের আগেও যিনি ছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের মধ্যমণি, বিশ্বকাপ শেষে সেই কিনা ফুরিয়ে গিয়ে হয়ে গেছেন বোঝা। সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগের ড্রাফটেও উপেক্ষিত টাইগার ইতিহাসের সফলতম এই অধিনায়ক। ড্রাফটের শেষদিকে ঢাকা প্লাটুন দলে ভেড়ায় চারটি বিপিএল জেতা এই পেসারকে।
এ+ ক্যাটাগরি থেকে ঢাকা প্লাটুন প্রথমে দলে ভেড়ায় তামিম ইকবালকে। এরপর কয়েক রাউন্ড নিলাম চললেও অবিক্রীত থাকেন মাশরাফি। ড্রাফটের শেষবারে মাশরাফিকে বেছে নেয় ঢাকা। মাশরাফির প্রতি ফ্রাঞ্জাইজিদের এমন অনীহা দেখে নিজের ভবিষ্যত নিয়ে শঙ্কিত তামিম।
বর্তমানে থাইল্যান্ডে অবস্থানরত তামিম জানান, ‘এটা আমার কাছে লজ্জাজনকই মনে হয়েছে যে মাশরাফি ভাইয়ের মতো ক্রিকেটার দল পেয়েছেন একেবারে শেষ দিকে। আর এটা নিয়ে আমাকে কথা বলতে হচ্ছে। কাল রাতে (পরশু) ভাবছিলাম, উনারই এই অবস্থা, আমার বেলায় না জানি কী হয়।’
মাশরাফির এত অবদানের পরেও তাঁর প্রতি এমন মনোভাব মেনে নিতে পারছেন না তামিম। তিনি বলেন, ‘মাশরাফি ভাই বাংলাদেশ দল এবং বিশেষ করে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির জন্য যা যা করেছেন, তাতে উনার দল পেতে কষ্ট হবে শোনাটা ক্রিকেটার হিসেবে আমি নিতে পারিনি।’
গত আসরেও উইকেট প্রাপ্তির দিক থেকে সাকিবের পরেই ছিলেন মাশরাফি। বিপিএলে বরাবরই বল এবং নেতৃত্ব দানে সফল ছিলেন এই ওয়ানডে অধিনায়ক। এখন পর্যন্ত বিপিএলের ছয় আসরের চারটি শিরোপাই নড়াইল এক্সপ্রেসের দখলে।
তামিম জানান, ‘অবাক কাণ্ড দেখেন, যে লোকটা গত বিপিএলেও শীর্ষ উইকেটটেকারদের একজন, তাঁকে আজ দল পেতে অপেক্ষায় থাকতে হয়েছে! আমি নির্দ্বিধায় বলতে পারি, আমার দেখা সফলতম ক্রিকেটার তিনি। বিশেষ করে বিপিএলে। চারটি ট্রফি জিতেছেন। এবং প্রতিবার উনার নিজের পারফরম্যান্সও ভালো ছিল।’
(দ্য রিপোর্ট/আরজেড/নভেম্বর ১৯,২০১৯)