দিবা-রাত্রির টেস্টে থাকছেন মাশরাফি
দ্য রিপোর্ট প্রতিবেদক: আর মাত্র একদিন পর শুক্রবার কলকাতার ইডেন গার্ডেনে ঐতিহাসিক দিবা-রাত্রির টেস্ট খেলতে মাঠে নামছে বাংলাদেশ ও ভারত। ঘন্টা বাজিয়ে পাঁচ দিনের এই ম্যাচের সূচনা করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিকে ইডেন টেস্টে প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হচ্ছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। কারণ তিনি একজন ক্রিকেটারের পাশাপাশি একজন সংসদ সদস্যও। সেক্ষেত্রে বাংলাদেশের ওয়ানডে দলনেতা ইডেনে পা রাখবেন সাংসদের জার্সি পরেই।
বৃহস্পতিবার শুধু মাশরাফি একা নন, তার পুরো পরিবার ইডেন টেস্ট দেখতে কলকাতার উদ্দেশ্যে রওনা দিবেন। থাকবেন টেস্টের দ্বিতীয় বা তৃতীয় দিন পর্যন্ত।
অনলাইনে দেওয়া ইডেন টেস্টের প্রথম তিন দিনের টিকেট মাত্র ৪৮ ঘন্টায় বিক্রি হয়ে গেছে। টিকেট নিয়ে হাহাকার শুরু হয়ে গেছে। যদিও ম্যাচের দিন গুলোতে স্টেডিয়ামের কাউন্টারগুলোতে কিছু টিকেট বিক্রি হবে।
এদিকে ঐতিহাসিক ইডেন টেস্ট খেলতে মঙ্গলবার বিকেল সোয়া ৫টার কলকাতার পৌঁছায় মুমিনুলের নেতৃত্বাধীন টেস্ট দল। আজ ইডেন গার্ডেনে অনুশীলন করবে তারা।
উল্লেখ্য, ইডেন টেস্টকে স্মরণীয় করে রাখতে নানা পদক্ষেপ নিয়েছেন বিসিসিআইয়ের নতুন সভাপতি সৌরভ গাঙ্গুলি। বাংলাদেশের ক্রিকেট বোর্ডের সদস্যরা ছাড়াও ইডেন টেস্ট দেখতে আমন্ত্রন জানানো হয়ছে ভারতের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ খেলা বাংলাদেশ টিমের সব ক্রিকেটারদের।
(দ্য রিপোর্ট/আরজেড/নভেম্বর ২০,২০১৯)