খুলনা প্রতিনিধি: নতুন সড়ক পরিবহন আইন নিয়ে ধর্মঘট ডাকার পরে দেশের বিভিন্ন স্থানে তা প্রত্যাহার করা হলেও খুলনায় চতুর্থ দিনের মতো ধর্মঘট পালন করছেন বাসচালক ও শ্রমিকরা। একটানা পরিবহন ধর্মঘটে ব্যাপক ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

আজ বৃহস্পতিবার সকালেও খুলনা থেকে কোনো দূরপাল্লার বাস ছেড়ে যায়নি। এছাড়া বন্ধ রয়েছে জেলার অভ্যন্তরীণ বিভিন্ন রুটের বাস চলাচল। এতে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, খুলনার সোনাডাঙ্গা কেন্দ্রীয় বাস টার্মিনাল, রয়্যাল ও শিববাড়ির মোড় এলাকা থেকে কোথাও বাস ছেড়ে যায়নি। অধিকাংশ বাস কাউন্টার বন্ধ রয়েছে।

গত সোমবার থেকে নতুন সড়ক পরিবহন আইন সংশোধনের দাবিতে পরিবহন ধর্মঘট শুরু করে বাস চালকরা।

বাস চলাচল বন্ধ থাকায় ট্রেনের ওপর চাপ পড়ছে। দূরপাল্লার যাত্রায় সিট না পেয়ে অনেকে দাঁড়িয়ে যাচ্ছেন ট্রেনে।

(দ্য রিপোর্ট/আরজেড/নভেম্বর ২১,২০১৯)