বাংলাদেশের বিপক্ষেই কেন দিবারাত্রির টেস্ট, জানালেন সৌরভ
দ্য রিপোর্ট ডেস্ক: আজ শুক্রবার (২২ নভেম্বর) ঐতিহাসি দিবারাত্রির টেস্টে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভারত। এই দুই দল আগে একাধিকবার দিবারাত্রির টেস্ট খেলার প্রস্তাব পেলেও কলকাতার ইডেন গার্ডেন্স হতে যাচ্ছে নিজেদের গোলাপির বলের টেস্ট ইতিহাসের সাক্ষী।
ভারত-বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজ শুরুর প্রাক্বালে দিবারাত্রির টেস্ট আয়োজনের সিদ্ধান্ত হয়। হুট করে সিদ্ধান্ত নেওয়া হলেও এই ম্যাচকে স্মরণীয় করে রাখতে আয়োজনের কমতি নেই।
ইডেনে দিবারাত্রির টেস্ট আয়োজনে কেন বাংলাদেশকেই বেছে নেওয়া হল, এই প্রশ্ন অনেকের মনেই। এই প্রশ্নের উত্তর দিয়েছেন বিসিসিআইয়ের সভাপতি সৌরভ গাঙ্গুলি। এই টেস্টের পর আগামী এক বছর নিজেদের মাটিতে কোনও টেস্ট নেই ভারতের। আর দলটি নিজেদের মাটিতেই গোলাপি বলে প্রথম টেস্ট খেলতে চেয়েছিল।
মূলত এ কারণেই দিবারাত্রির টেস্টের জন্য বাংলাদেশকে প্রতিপক্ষ হিসেবে বেছে নেওয়া।
বাংলাদেশকে দিবারাত্রি টেস্টের প্রতিপক্ষ হিসেবে বেছে নেওয়ার কারণ জানিয়ে সৌরভ বলেন, ‘পরবর্তী এক বছর ভারতে আমাদের কোনো টেস্ট নেই।’
কলকাতার বাঙালিনা পরিবেশে বাংলাদেশ যেন আরেক হোম টিম। সৌরভের প্রত্যাশা, বাংলাদেশিরা ভালো খেলবে, ‘বাংলাদেশের মত’।
তিনি বলেন, ‘আশা করি বাংলাদেশ ভালো খেলবে। বাংলাদেশের মত খেলবে।’
ইডেনের উইকেট থেকে শুরু করে সবই তদারকি করেছেন সৌরভ। ম্যাচের আগের দিন কাটিয়েছেন ব্যস্ত সময়। যে পিচ নিয়ে এত কৌতূহল, তার একটা আন্দাজ পাওয়া গেল বিসিসিআই সভাপতির কথায়।
তিনি জানান, কুইক পিচ, ফাস্ট বোলারদের সহায়তা করবে। ইডেনে বরাবরই তাই। গত চার বছর ধরে।’
‘হাউসফুল’ হবে কি না, এমন প্রশ্নের জবাবে সৌরভ বলেন- ‘হ্যাঁ, সব টিকেট তো ফুরিয়ে গেছে!’
(দ্য রিপোর্ট/আরজেড/নভেম্বর ২২,২০১৯)