দ্য রিপোর্ট ডেস্ক: কলকাতার ইডেন গার্ডেনে গোলাপি বলে দিবারাত্রির ঐতিহাসিক টেস্টের প্রথম দিন হতাশায় কাটিয়েছে বাংলাদেশ। সেখানে দুর্দান্ত দিন পার করেছে ভারত। তাতে ৬৮ রানের লিড নিয়ে প্রথম দিন শেষ করে তারা। স্বাভাবিকভাবেই লিডটা বাড়িয়ে নেওয়ার টার্গেট নিয়ে দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমেছে টিম ইন্ডিয়া।

শনিবার বাংলাদেশ সময় দেড়টায় শুরু হয়েছে ম্যাচের দ্বিতীয় দিন। প্রথম দিনের ৪৬ ওভারে ৩ উইকেটে ১৭৪ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে ভারত। বিরাট কোহলি (৫৯) ও আজিঙ্কা রাহানে (২৩) রান নিয়ে নতুন দিনের খেলা শুরু করেন।

এই জুটি থেকে আসে ৯৯ রান। দলীয় ২৩৬ রানের মাথায় এই জুটি ভাঙে রাহানের বিদায়ে। তাইজুলের ইসলামের শিকার হয়ে ফেরেন তিনি। ফেরার আগে তুলে নেন ক্যারিয়ারের ২২তম ফিফটি। ৬৯ বলে ৫১ রান করেন রাহানে।


রাহানে বিদায় নিলেও বিরাট কোহলির ক্যারিয়ারের ২৭তম দুরন্ত সেঞ্চুরির দেখা পান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪ উকেটে ২৮৯ রান করেছে ভারত। এরই মধ্যে ১৮৩ রানের লিড নিয়েছে তারা। কোহলি ১৩০ ও রবীন্দ্র জাদেজা ১২ রান নিয়ে ব্যাট করছেন।

(দ্য রিপোর্ট/আরজেড/নভেম্বর ২৩,২০১৯)