দ্য রিপোর্ট প্রতিবেদক: যুবলীগের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর শেখ ফজলে শামস পরশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব, মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদ এবং পঁচাত্তরের শহীদদের স্মরণ করেছেন। সততার সঙ্গে কাজ করারও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

আওয়ামী লীগের প্রয়াত নেতা সৈয়দ আশরাফ হোসেনকে স্মরণ করে পরশ বলেন, ‘আওয়ামী লীগ একটি অনুভূতির নাম। আওয়ামী লীগের সম্পর্ক রক্তের সম্পর্ক। আমি এবং আমার ভাই মা-বাবাকে হারিয়েছি। আমরা সবকিছু হারিয়েছি। ’

রাজনীতি থেকে দূরে থাকা প্রসঙ্গে তিনি বলেন, যে মানুষটা এ দেশের জন্য এত ত্যাগ স্বীকার করেছেন সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকেই এই দেশের মাটিতে হত্যা করা হলো। এটা আমি কখনই মেনে নিতে পারিনি। এজন্য আমি রাজনীতি থেকে দূরে ছিলাম। এখন দায়িত্ব পেয়েছি। আমি সততার সঙ্গে দায়িত্ব পালন করবো।

উল্লেখ্য, বিনা প্রতিদ্বন্দ্বিতায় যুবলীগের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির ছেলে শেখ ফজলে শামস পরশ। আজ শনিবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে যুবলীগের সপ্তম কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন শেষে এ ঘোষণা দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

(দ্য রিপোর্ট/আরজেড/নভেম্বর ২৩,২০১৯)