দ্য রিপোর্ট ডেস্ক: নিজের টেস্ট ক্যারিয়ারের ২৭ তম সেঞ্চুরি করে অবশেষে সাজঘরে ফিরলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। এবাদত হোসেনের তৃতীয় শিকার হয়ে কোহলির অসাধারণ ক্যাচ ধরেন তাইজুল ইসলাম।

আউট হবার আগে কোহলি করেছেন ১৩৪ রান। কোহলি আউট হলেও ভারতের লিড ছাড়িয়েছে ইতিমধ্যে ২০৩ রান। দিনের দ্বিতীয় নতুন বলে বাংলাদেশের বোলিং আক্রমণের নেতৃত্ব দিচ্ছে পেসাররা।

স্কোরবোর্ড
ভারত ৩০৯/৬
ওভার ৮২
ভারতের লিড ২০৩ রান

জাদেজাকে বোল্ড করলেন রাহী
লাঞ্চের পর প্রথম প্রথম ওভারেই সাফল্য পেল বাংলাদেশ। অধিনায়ক কোহলির সাথে জুটি বাঁধতে থাকা জাদেজাকে ফিরিয়েছেন আবু জায়েদ রাহী।

রাহীর বলট ভেতরের দিকে ঢুকেছিল, কোনো এক ব্য্যাখ্যাতীত কারণে সেটা ছেড়ে দিলেন জাদেজা। বল এসে লাগল স্টাম্পে, রাহী পেলেন এই ইনিংসে নিজের প্রথম উইকেট। ১২ রানে ফিরলেন জাদেজা।

কোহলির ব্যাটে লিডটাও ধীরে ধীরে পাহাড়ে রূপ দিচ্ছে ভারত। এ প্রতিবেদন লেখা পর্যন্ত প্রথম সেশন শেষে ভারতের রান ৫ উইকেটে ২৯৬। এখনই ১৯০ রানের লিড স্বাগতিকদের। কোহলি অপরাজিত আছেন ১৩০ রানে।

(দ্য রিপোর্ট/আরজেড/নভেম্বর ২৩,২০১৯)