শেখ হাসিনার মতো নেতা বিরল: বান কি মুন
![](https://bangla.thereport24.com/article_images/2019/11/24/ban.jpg)
দ্য রিপোর্ট প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসায় মুখর হয়েছেন জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন। তিনি বলেন, শেখ হাসিনার মতো নেতা বিরল। তিনি বিশ্বের অল্প কয়েকজন নেতার মধ্যে একজন যিনি চিরায়ত ধারণার বাইরে গিয়ে কাজ করতে পেরেছেন। গতকাল শনিবার (২৩ নভেম্বর) পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে রাজধানীর একটি হোটেলে আলাপকালে এসব কথা বলেন তিনি।
শেখ হাসিনা সরকারের আমলে বাংলাদেশের আর্থ-সামাজিক খাতে বাংলাদেশের অর্জনের প্রশংসা করে বান কি মুন বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অন্যান্য দেশের জন্য মডেল হয়ে দাঁড়িয়েছে।
রোহিঙ্গাদের আশ্রয় দেয়া প্রসঙ্গে তিনি বলেন, অনেক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ সরকার। এছাড়া নিপীড়নের শিকার রোহিঙ্গাদের প্রতি সমবেদনা জানিয়ে তাদের পাশে দাঁড়ানোর জন্য সরকারকে ধন্যবাদ জানিয়েছেন জাতিসংঘের সাবেক এই মহাসচিব।
উল্লেখ্য, গতকাল শনিবার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে বক্তৃতা দিতে এক দিনের সফরে ঢাকা আসেন বান কি মুন। এ সময় তিনি পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
(দ্য রিপোর্ট/আরজেড/নভেম্বর ২৪,২০১৯)