বিএনপির নেতাকর্মী ও পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
দ্য রিপোর্ট প্রতিবেদক: খালেদা জিয়ার মুক্তির দাবিতে হাইকোর্টের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন বিএনপির নেতাকর্মীরা। পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন বিএনপির নেতাকর্মীরা।
শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসান বলেন, বিএনপির নেতাকর্মীরা অনুমতি ছাড়াই হাইকোর্টের সামনে জড়ো হওয়ায় রাস্তায় যানচলাচলে অসুবিধা হচ্ছিল। তারা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর দেড়টার দিকে মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের নেতাকর্মীরা জাতীয় প্রেসক্লাব এলাকা থেকে সংগঠিত হয়ে সুপ্রিম কোর্টের সামনে এসে অবস্থান নেন। এ সময় তারা ‘খালেদা জিয়ার মুক্তি চাই, মুক্তি চাই’ বলে স্লোগান দেন। সড়কে বিক্ষোভ করার সময় পুলিশ তাদের বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের ধাওয়া পাল্টা-ধাওয়া হয়। ইট-পাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ শুরু করে। এ সময় বিএনপির নেতাকর্মীরা ওই এলাকায় কয়েকটি গাড়ি ভাঙচুর করেন। পরে বিএনপির নেতাকর্মীরা ফের প্রেসক্লাবের দিকে চলে যান। সেখানে তারা সংক্ষিপ্ত সমাবেশ করেন। সমাবেশে বিএনপির নেতাকর্মীদের ওপর পুলিশি হামলার নিন্দা জানানো হয়।
(দ্য রিপোর্ট/আরজেড/নভেম্বর ২৬,২০১৯)