বাংলাদেশ সফর বাতিল করে দিল্লিতে মালয়েশিয়ার মন্ত্রী
![](https://bangla.thereport24.com/article_images/2019/11/26/ddd.jpg)
দ্য রিপোর্ট প্রতিবেদক: মালয়েশিয়ায় কর্মী পাঠানো নিয়ে দুই দেশের যৌথ কমিটির বৈঠকের নির্ধারিত তারিখ হঠাৎ করে স্থগিত করেছে মালয়েশিয়া। বৈঠকের নতুন তারিখ ঘোষণা হয়নি এখনো।
বৈঠক স্থগিতের বিস্তারিত কারণ জানাতে পারছে না ঢাকা। তবে বাংলাদেশ সফর বাতিল করে বর্তমানে ভারত সফরে রয়েছেন মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী এম কুলাসেগারান। বাংলাদেশের সঙ্গে বৈঠকে তারই মালয়েশিয়ার প্রতিনিধিদলের নেতৃত্ব দেয়ার কথা ছিল।
এতে মালয়েশিয়ায় কর্মী পাঠানো নিয়ে শঙ্কা রয়েই গেল।
সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশের তরফে বৈঠকের পূর্ণ প্রস্তুতি ছিল। কিন্তু মালয়েশিয়া বৈঠকটি স্থগিত করে কোনো কারণ না জানিয়েই। ফলে কবে নাগাদ বাংলাদেশের জন্য মালয়েশিয়ার বন্ধ শ্রমবাজার উন্মুক্ত হবে? তা নিয়ে অনিশ্চয়তা থেকেই গেল।
পররাষ্ট্র ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছে, কী কারণে বৈঠকটি স্থগিত হলো তা নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।
(দ্য রিপোর্ট/আরজেড/নভেম্বর ২৬,২০১৯)