হঠাৎ রাজধানীতে ককটেল বিস্ফোরণ
দ্য রিপোর্ট প্রতিবেদক: রাজধানীর কারওয়ান বাজার এলাকায় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পরে সেখান থেকে আরো দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে বোম ডিসপোজাল ইউনিট।
মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ককটেল বিস্ফোরণের খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। সেখান থেকে তারা কাপড়ের ব্যাগে রাখা আরও দুইটি ককটেল উদ্ধার করে নিষ্ক্রিয় করেন।
লা-ভিঞ্চি হোটেলের সামনের সড়কের পাশে ককটেলগুলো পাওয়া যায়। ঘটনাস্থলের পাশে মেট্রোরেলের কাজ চলছে। সেখানে কর্মরত এক কর্মী জানান, হঠাৎ পর পর দুটি বিস্ফোরণে রাস্তা কেঁপে ওঠে। ভয়ে আশপাশের লোকজনে দৌড়ে নিরাপদে আশ্রয়ে যান।
খবর পেয়ে তেজগাঁও থানা থেকে পুলিশ এসে যান চলাচল বন্ধ করে দেয়। এরপর আসে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের একটি দল। তারা ফুটপাতে পড়ে থাকা একটি ব্যাগ থেকে দুইটি ককটেল উদ্ধার করে তা নিষ্ক্রিয় করেন।
ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের বোমা ডিসপোজাল বিভাগের এডিসি রহমত উল্লাহ চৌধুরী জানান, ককটেলগুলো নিষ্ক্রিয় করা হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার জন্য ঘটনাস্থ’ল থেকে কিছু আলামতও সংগ্রহ করা হয়েছে।
পুলিশের অপর এক কর্মকর্তা জানান, ককটেল ভর্তি ব্যাগটি কে বা কারা ফেলে গেছে সে অনুসন্ধান শুরু হয়েছে। এজন্য আশপাশের ভবনের সিসিটিভি ক্যামেরার ফুটেজও সংগ্রহ করা হবে। রাস্তায় বোমা ফেলে রাখার উদ্দেশ্য জানতেও তদন্ত শুরু হয়েছে।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম অর রশীদ তালুকদার বলেন, প্লাস্টিকের ব্যাগে ককটেলগুলো রেখে যাওয়া হয়। মেট্রোরেলের কাজ চলায় ঘটনাস্থল কিংবা আশপাশের ক্লোজড সার্কিট ক্যামেরা (সিসি ক্যামেরা) ছিল না। তাই কে বা কারা ককটেলগুলো রেখে গেছে তা নিশ্চিত হওয়া যায়নি। বিস্ফোরণে হতাহতের ঘটনা ঘটেনি।
(দ্য রিপোর্ট/আরজেড/নভেম্বর ২৭,২০১৯)