‘শুনে হাসি পায়’, বললো হলি আর্টিজান মামলার আসামি
![](https://bangla.thereport24.com/article_images/2019/11/27/111.jpg)
দ্য রিপোর্ট প্রতিবেদক: গুলশানের হলি আর্টিজান বেকারিতে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনায় ৭ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার (২৭ নভেম্বর) বেলা ১২টায় ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান এই মামলার রায় ঘোষণা করেন।
রায় পড়ার সময় এজলাসে উপস্থিত ছিলেন নৃশংস এ হামলা মামলার ৮ আসামি চুপচাপ দাঁড়িয়ে তা শোনেন।
হাদিসুর রহমান বলেন , আমি তো ছিলামই না। কোন কিছুই জানি না।
রিগান নামে এক জঙ্গি বলেন, সব ভুয়া, আমি নাকি আইএসের সদস্য। শুনে হাসি পায়।
রায় শেষে এজলাস থেকে বের করে আসামিদের প্রিজন ভ্যানে তোলা হচ্ছে কারাগারে নেওয়ার জন্য।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধী, রাকিবুল হাসান রিগান, রাশেদুল ইসলাম ওরফে র্যাশ, সোহেল মাহফুজ, হাদিসুর রহমান সাগর, শরিফুল ইসলাম ও মামুনুর রশিদ।
(দ্য রিপোর্ট/আরজেড/নভেম্বর ২৭,২০১৯)