অবিশ্বাস্য কীর্তি! এক ওভারে ৫ উইকেট
দ্য রিপোর্ট ডেস্ক: ভারতীয় ডান-হাতি পেসার অভিমন্যু মিঠুন এক ওভারে নিয়েছেন পাঁচ উইকেট, টি-টোয়েন্টি ক্রিকেটে যা রেকর্ড। ভারতের সৈয়দ মুশতাক আলি ট্রফির সেমিফাইনালে হরিয়ানার বিপক্ষে কর্নাটকের হয়ে শুক্রবার নতুন এই ইতিহাস গড়েন মিঠুন।
সুরাটে শেষ চারের ম্যাচে ১৯ ওভার শেষে হরিয়ানার রান তখন তিন উইকেটে ১৯২। ২০০ পার হওয়াটা ছিল খুবই সম্ভব। কিন্তু মিঠুন তা হতে দেননি। প্রথম তিন বলে হ্যাটট্রিক পূর্ণ করে পরের বলেও নেন উইকেট।
স্পর্শ করেন লাসিথ মালিঙ্গাকে। গত সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে টানা চার বলে উইকেট নেয়ার রেকর্ড গড়েছিলেন শ্রীলংকান পেসার। পঞ্চম বলে একটি রান দেন মিঠুন। শেষ বলে আবার উইকেট। ২০ ওভার ক্রিকেটের সংস্করণে প্রথম বোলার হিসেবে এক ওভারে পাঁচ উইকেট নিলেন মিঠুন।
(দ্য রিপোর্ট/আরজেড/নভেম্বর ৩০,২০১৯)