দ্য রিপোর্ট ডেস্ক: জনপ্রিয় প্লেব্যাক কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর মরণব্যাধি ক্যান্সারের চিকিৎসায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এরইমধ্যে তাকে ১২টি ক্যামো দেয়া হয়েছে।

গত ২৬ নভেম্বর থেকে এন্ড্রু কিশোরের ক্যামোথেরাপির চতুর্থ সাইকেল শুরু হয়েছে। সব কেমো নিতে তাকে আরও তিনমাসের মতো সিঙ্গাপুরে অবস্থান করতে হবে। তবে এখনই দেশ ও গানের টানে অস্থির হয়ে পড়েছেন এন্ড্রু। হাসপাতালে কিছুতেই মন টিকছে না তার।

এদিকে ব্যয়বহুল এই চিকিৎসা চালাতে গিয়ে পানির দরে টাকা খরচ হচ্ছে। এই শিল্পীর প্রতিটি কেমোথেরাপির মূ্ল্য প্রায় ৯ লাখ টাকা। তাই ব্যয় সামাল দিতে হিমশিম খাচ্ছে তার পরিবার।

সুস্থ হয়ে দেশে ফিরতে কমপক্ষে ২ কোটি টাকা খরচ হয়ে যাবে। এতো টাকা এন্ড্রুর পরিবারের পক্ষে বহন করা অসম্ভব। তাই বাধ্য হয়ে ‘গো ফান্ড মি’ নামের এক ওয়েবসাইটে সহায়তার আবেদন জানিয়েছেন তার স্ত্রী লিপিকা এন্ড্রু।

যদিও এখন পর্যন্ত উল্লেখ্য করার মতো অর্থ জমা পড়েনি সেই অ্যাকাউন্টে। এন্ড্রুর জন্য সবচেয়ে বড় অনুদানটি এসেছে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে।

এদিকে ‘হাসপাতালে আমার দম বন্ধ লাগছে। সুস্থ হয়ে আমি গানে ফিরতে চাই। দেশবাসীর কাছে দোয়া চাইছি। ’ এক গণমাধ্যমকে এমন আকুতি জানিয়েছেন দেশের জনপ্রিয় এই কণ্ঠশিল্পী।

এ বিষয়ে এন্ড্রু কিশোর বলেন, ‘ক্যান্সার ধরা পড়ার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে চিকিৎসার জন্য ১০ লাখ টাকার চেক দিয়েছিলেন। আপা (প্রধানমন্ত্রী) বলেছিলেন, ‘এটা দিয়ে তুমি চেকআপ করাও’।

সেখান থেকে সিঙ্গাপুরে চেকাপে এলাম, ডাক্তার বললেন, ক্যান্সার ধরা পড়েছে। এখনই চিকিৎসা করাতে হবে। আমাকে ভর্তি করাতে হবে। আমার ক্যান্সারের খবর আপা হয়তো জানেন না। আমার বিশ্বাস, জানলে তিনি কোনো উদ্যোগ নেবেন।’

এদিকে এন্ড্রু কিশোরের চিকিৎসা সহায়তায় খোলা ওয়েবসাইট ‘গো ফান্ড মি’তে সেভাবে অর্থ জমা না পড়লেও তার জন্য ফেসবুকে বিভিন্ন বিকাশ নম্বর ও ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছে।

সেখানে তার চিকিৎসা সহায়তার জন্য অর্থ চাওয়া হচ্ছে। অথচ এসব অ্যাকাউন্ট ভুয়া বলে নিশ্চিত করেছেন এন্ড্রু কিশোরের শিষ্য কণ্ঠশিল্পী মোমিন বিশ্বাস।

বিষয়টি নিশ্চিত করে বৃহস্পতিবার মমিন বিশ্বাস জানান, এন্ড্রু কিশোরের অসুস্থতার সুযোগ নিয়ে তার জন্য আর্থিক সহায়তা চেয়ে কয়েকটি বিকাশ নম্বর ও ব্যাংক হিসাব নম্বর ছড়ানো হচ্ছে। আর এসব অ্যাকাউন্ট নম্বরের কোনোটিই এন্ড্রু কিশোরের নয়।

নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাস দিয়ে তিনি সতর্কবার্তা দেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করা গেছে গতকাল থেকে আজ পর্যন্ত বেশ কয়েকজন ব্যক্তির ফেসবুক পোস্টে শ্রদ্ধেয় এন্ড্রু কিশোর দাদার অসুস্থতা নিয়ে তার জন্য আর্থিক সহায়তা চেয়ে কয়েকটি বিকাশ নম্বর এবং (Andrew Kishor, Ac No: 13515170999 Dutch Bangla Bank, Rajshahi) নামে যে অ্যাকাউন্ট নম্বরটি দেখানো হয়েছে সেটি ভুল!

উল্লেখ্য এন্ড্রু কিশোর দাদার কোন বিকাশ অ্যাকাউন্ট নম্বর নেই এবং প্রবাসীরা যে ফান্ড টি খুলেছেন (https://www.gofundme.com/f/andrew-kishore…) এর বাইরে কোন ফান্ড খোলা হয়নি। এইমাত্র শ্রদ্ধেয় কিশোর দার সঙ্গে কথা বলার পর তিনি বিষয়টি আমাকে নিশ্চিত করেছেন। আশা করি এ বিষয়ে কেউ বিভ্রান্ত হবেন না। উনার সুস্থতাই এই মুহূর্তে একমাত্র কাম্য আমাদের সবার। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা সবার প্রতি।’

এদিকে জানা গেছে, এন্ড্রু কিশোরের চিকিৎসার ব্যয় সামাল দিতে কনসার্ট করতে যাচ্ছে শো টাইম মিউজিক। আগামী ২০ ডিসেম্বর এটি অনুষ্ঠিত হবে নিউইয়র্কের কুইন্স প্যালেসে।

স্থানীয় শিল্পীদের পাশাপাশি এতে অংশ নেবেন দেশের জনপ্রিয় বেশ কজন শিল্পী। আর এ থেকে প্রাপ্ত অর্থ এন্ড্রু কিশোরের চিকিৎসায় ব্যয় করা হবে বলে জানিয়েছেন শো টাইম মিউজিকের কর্নধার আলমগীর খান আলম।

(দ্য রিপোর্ট/আরজেড/ডিসেম্বর ০১,২০১৯)