১৪ হাজার অসচ্ছল মুক্তিযোদ্ধা পাবেন ১৫ লাখ টাকার ঘর
![](https://bangla.thereport24.com/article_images/2019/12/02/a.jpg)
দ্য রিপোর্ট প্রতিবেদক: মুজিববর্ষের উপহার হিসেবে ১৪ হাজার অস্বচ্ছল মুক্তিযোদ্ধাকে বাড়ি নির্মাণ করে দেবে সরকার। যেখান প্রতিটি বাড়ির মূল্য ধরা হয়েছে ১৫ লাখ টাকা। পুরো প্রকল্পের জন্য মোট বাজেট ধরা হয়েছে ২ হাজার ২০০ কোটি টাকা।
রোববার জাতীয় সংসদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ তথ্য জানানো হয়।
কমিটির সভাপতি শাজাহান খানের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, রাজি উদ্দিন আহমেদ, মেজর (অব.) রফিকুল ইসলাম এবং এ বি তাজুল ইসলাম উপস্থিত ছিলেন।
কমিটি সূত্র জানায়, বৈঠকে মুক্তিযোদ্ধাদের আবাসন ছাড়াও গুলিস্থান শপিং কমপ্লেক্স, জামুকার আইন ও বিধিমালা প্রণয়ন করা অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
এদিকে বৈঠক সূত্রে জানা গেছে, আসন্ন বিজয় দিবস উপলক্ষে রাজাকারদের তালিকা প্রকাশেরও উদ্যোগ নিয়েছে সরকার। সেই ধারাবাহিকতায় রাজাকার, আলবদর ও আল শামসদের তালিকা প্রণয়নের কাজ সারাদেশে অব্যাহত আছে। পুরো তালিকা প্রস্তুতি না হলেও যার এই তালিকায় আছেন তাদের নাম বিজয় দিবসে প্রকাশ করার সিদ্ধান্ত নেওয়া হয় এই বৈঠকে।
(দ্য রিপোর্ট/আরজেড/ডিসেম্বর ০২,২০১৯)