নতুন চুক্তিতে সাকিব
দ্য রিপোর্ট ডেস্ক: মাঠের খেলায় ফিরতে পারছেন না সাকিব আল হাসান। জুয়াড়িদের প্রস্তাব গোপন করায় আইসিসির নিষেধাজ্ঞার খড়গ নেমে এসেছে টাইগার অলরাউন্ডারের উপর। তবে ২২ গজে নিষিদ্ধ সাকিবের জনপ্রিয়তা কমেনি এতটুকু। মাঠের বাইরে একের পর এক চুক্তি করে যাচ্ছেন তিনি।
নিষিদ্ধ হলেও জনপ্রিয়তায় যে একটুও কমে নি, সেটার প্রমাণ ইয়ামাহার সঙ্গে সাকিবের নতুন চুক্তি। ক’দিন আগে মোবাইল ফোন প্রতিষ্ঠান হুয়াওয়ের সাথে চুক্তি নবায়নের পর এবার ইয়ামাহার সাথে নিজের চুক্তির কথা জানালেন সাকিব।
ইয়ামাহা বাংলাদেশ মোটরসাইকেলের শুভেচ্ছা দূত হয়েছেন সাকিব আল হাসান। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ইয়ামাহা বাংলাদেশ।
উল্লেখ্য যে, ২০১৮ সালের জানুয়ারিতে বাংলাদেশ, জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কার মধ্যকার ত্রিদেশীয় সিরিজে দুবার ও একই বছরের এপ্রিলে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সানরাইজার্স হায়দরাবাদ ও কিংস ইলেভেন পাঞ্জাবের মধ্যকার ম্যাচে ফিক্সিংয়ের প্রস্তাব পান সাকিব।
(দ্য রিপোর্ট/আরজেড/ডিসেম্বর ০২,২০১৯)