দ্য রিপোর্ট প্রতিবেদক: অনিয়মের অভিযোগে সুপ্রিম কোর্টের এফিডেভিট শাখার সব কর্মকর্তাকে বদলি করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

এর আগে সোমবার সুপ্রিম কোর্টের এফিডেভিট শাখায় সিসি (ক্লোজ সার্কিট) ক্যামেরা বসানোর পরও অনিয়ম ঠেকানো যাচ্ছে না বলে মন্তব্য করেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। আপিল বিভাগে একটি মামলার শুনানির সময় প্রধান বিচারপতি এ মন্তব্য করেন।

আপিল বিভাগের কার্যতালিকায় একটি মামলা ৩ নম্বর ক্রমিকে থাকার কথা থাকলেও তা ৯০ নম্বর ক্রমিকে দেখা যায়। বিষয়টি আদালতের নজরে আনেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

তখন প্রধান বিচারপতি ক্ষুব্ধ হয়ে বলেন, ‘কী আর করব বলেন? এফিডেভিট শাখায় সিসি ক্যামেরা বসিয়েও অনিয়ম রুখতে পারছি না।’

(দ্য রিপোর্ট/আরজেড/ডিসেম্বর ০৩,২০১৯)