রাঙামাটিতে ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা
রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটির নানিয়ারচরে ইউপিডিএফের (ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট) এক কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম গিরি চাকমা (৪০)।
বুধবার (৪ ডিসেম্বর) সকালে উপজেলার দুর্গম সাবেক্ষং ইউনিয়নের বড়পুল এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকালে সাবেক্ষং ইউনিয়নের বড়পুল এলাকায় একটি গুলিবিদ্ধ মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। তিনি ইউপিডিএফ প্রসীত গ্রুপের কর্মী হিসেবে এলাকায় পরিচিত।
নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধারে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। এ ব্যাপারে পরে বিস্তারিত জানানো হবে।
প্রসঙ্গত, এর আগে গত ১ ডিসেম্বর রাঙামাটির মগবান এলাকায় আঞ্চলিক দলের চাঁদা ভাগাভাগিকে কেন্দ্র করে জেএসএস (সন্তু গ্রুপের) চিফ কালেক্টর বিক্রম চাকমা নিহত হয়।
পাহাড়ে দীর্ঘ ২২ বছরে প্রাণ হারিয়েছে এক হাজারের বেশি। শুধুমাত্র ২০১৮ সালের তিন পার্বত্য জেলায় নিহত হয়েছে প্রায় ৬৮ জন। ২০১৯ সালে ১ ডিসেম্বর পর্যন্ত রাঙামাটি জেলায় নিহত হয়েছে ৩৭ জন। অপহৃত হয়েছে ২১ জন। আহত হয়েছে ১৯ জন ও চাঁদাবাজ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে আটক করা হয়েছে ৪৪ জনকে।
(দ্য রিপোর্ট/আরজেড/ডিসেম্বর ০৪,২০১৯)