রংপুরে ট্রাকচাপায় নিহত ২

রংপুর প্রতিনিধি: সড়কে প্রাণ যাওয়ার পরিমান কোনভাবেই যেন কমছেনা। প্রতিদিনই এর সংখ্যা বাড়ছে। বুধবার রংপুরের মিঠাপুকুরে ট্রাকচাপায় ২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ১ জন।
বুধবার (৪ ডিসেম্বর) সকাল সোয়া ৯টার দিকে উপজেলার সঠিবাড়ী এলাকার মাহিয়ারপুলে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আনোয়ার হোসেন সাব্বির (১৮) ও আল ফারাবি (৭)।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আলী বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে বলে জানান তিনি।
(দ্য রিপোর্ট/আরজেড/ডিসেম্বর ০৪,২০১৯)