আবুল হায়াত-দিলারা জামানের বিয়ের ছবি ভাইরাল!
দ্য রিপোর্ট ডেস্ক: বরেণ্য অভিনেতা আবুল হায়াত। আরেক গুণী অভিনেত্রী দিলারা জামান। এবার তাদের দেখা গেল ভিন্ন রূপে।
পরনে পাজামা-পাঞ্জাবি। মাথায় বিয়ের পাগড়ি। গলায় ফুলের মালা। এমন সাজে দেখা মিলেছে আবুল হায়াতের। তার পাশে বধূ সাজে বসে আছেন দিলারা জামান। দুজনকে ঘিরে আছে একদল তরুণ-তরুণী। এমন একাধিক স্থিরচিত্র সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
আবুল হায়াতের বয়স এখন ৭৫ আর দিলারা জামানের ৭৬। কিন্তু এই বয়সে তারা কেন বিয়ের সাজে? খোঁজ নিয়ে জানা যায়, এসবই শুটিংয়ের প্রয়োজনে করা হয়েছে।
প্রখ্যাত বাঙালি ঔপন্যাসিক সমরেশ মজুমদারের ‘উৎসবের রাত’ উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে ওয়েব সিরিজ। এতেই এমন রূপে দেখা যাবে তাদের।
বায়োস্কোপ অরিজিনালের জন্য নির্মিত হয়েছে এ ওয়েব সিরিজটি। আলফা আই প্রযোজিত এ সিরিজ পরিচালনা করেছেন কলকাতার সায়ান দাসগুপ্ত।
সম্প্রতি কলকাতায় টানা ৯ দিন এ সিরিজের শুটিং হয়েছে। এতে লাক্স তারকা সৈয়দা তাজ্জি একটি চরিত্রে অভিনয় করেছেন।
আবুল হায়াত বলেন, ‘সমরেশ মজুমদারের উপন্যাস নিয়ে নতুন করে কিছু বলার নেই। ‘উৎসবের রাত’ উপন্যাসটি যারা পড়েছেন তারা জানেন এটির গল্পের গভীরতা। কাজটি ভালো হয়েছে। আশা করছি দর্শকদের ভালো লাগবে।’
(দ্য রিপোর্ট/আরজেড/ডিসেম্বর ০৫,২০১৯)