হলি আর্টিজান হামলা মামলার রায়ের কপি উচ্চ আদালতে
দ্য রিপোর্ট প্রতিবেদক: হলি আর্টিজান হামলা মামলার রায়ের কপি হাইকোর্টে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টায় ঢাকার সন্ত্রাস দমন ট্রাইব্যুনাল থেকে এই কপি পাঠানো হয়।
সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের পেশকার রুহুল আমিন এই তথ্য নিশ্চিত করেন।
গত ২৭ নভেম্বর হলি আর্টিজান হামলা মামলায় সাতজনকে মৃত্যুদণ্ড ও একজনকে খালাস দিয়ে রায় ঘোষণা করেন ঢাকার সন্ত্রাস দমন ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান।
২০১৬ সালের ১ জুলাই রাতে রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারিতে হামলা চালিয়ে বিদেশি নাগরিকসহ ২০ জনকে হত্যা করে জঙ্গিরা। এসময় তাদের গুলিতে দুই পুলিশ সদস্য নিহত হন। পরে অভিযানে পাঁচ জঙ্গি নিহত হয়। ওই ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে গুলশান থানায় মামলা করে পুলিশ।
(দ্য রিপোর্ট/আরজেড/ডিসেম্বর ০৫,২০১৯)