পেট্রোবাংলা ভবনের আগুন নিয়ন্ত্রণে
![](https://bangla.thereport24.com/article_images/2019/12/07/sd.jpg)
দ্য রিপোর্ট প্রতিবেদক: রাজধানীর কারওয়ান বাজারে পেট্রোবাংলার ভবনের ১৪ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৭ ডিসেম্বর) সকালে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে তাৎক্ষনিকভাবে আগুনের সূত্রপাত, ক্ষয়ক্ষতি বা হতাহতের বিস্তারিত খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ বলেন, ‘সকাল ৯টা ২৬ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।’
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার ফলে আশপাশের রাস্তায় যান চলাচল বিঘ্নিত হচ্ছে।
(দ্য রিপোর্ট/আরজেড/ডিসেম্বর ০৭,২০১৯)