চট্টগ্রামে আওয়ামী লীগের সম্মেলনের শুরুতেই সংঘর্ষ
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সম্মেলনের শুরুতেই দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ শনিবার সকাল সাড়ে ১০ টায় লালদীঘির ময়দানে সম্মেলন উদ্বোধনের আগে মিরসরাই উপজেলার সাবেক চেয়ারম্যান গিয়াস উদ্দিন ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি শেখ আতাউর রহমান আতার সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সাধারণ সম্পাদক পদে এই দুই নেতার নাম আলোচনায় রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০ টার দিকে গিয়াসের সমর্থনে একটি মিছিল সমাবেশস্থলে প্রবেশ করে। সেখানে আগে থেকে থাকা আতার সমর্থকরা বাধা মিছিলটিতে বাধা দেয়। এতে দুই নেতার সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এসময় দুপক্ষের চেয়ার ছোঁড়াছুড়িতে সাময়িক উত্তেজনার সৃষ্টি হয়। তবে আইন শৃঙ্খলা বাহিনী ও সিনিয়র নেতাদের হস্তক্ষেপে
দ্রুত সময়ের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এরপরই অনির্ধারিত বক্তব্য দিতে উঠে চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম বলেন, কোনও ভাইয়ের নামে স্লোগান নয়। আর কোনও স্লোগান দিবেন না। আপনাদের পছন্দ থাকতে পারে সেটা আমরা কাউন্সিলের দ্বিতীয় অধিবেশনে দেখব। শেখ হাসিনা ছাড়া আওয়ামী লীগে কেউ অপরিহার্য না। তাই কোনও বিশৃঙ্খলা করবেন না।
সকাল সাড়ে ১১ টার দিকে বেলুন উড়িয়ে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কেন্দ্রীয় নেতারা। উদ্বোধনী বক্তব্য রাখেন দলের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি।
(দ্য রিপোর্ট/আরজেড/ডিসেম্বর ০৭,২০১৯)