ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২০ কিলোমিটার যানজট
কুমিল্লা প্রতিনিধি : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে।
শুক্রবার ভোরে মহাসড়কের কুমিল্লার দাউদকান্দির রায়পুর এলাকায় মালবোঝাই দুটি কাভার্ডভ্যানের সংঘর্ষ হয়। এতে এই যানজটের সৃষ্টি ঘটে।
দাউদকান্দি হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রইচ উদ্দিন দ্য রিপোর্টকে জানান, ভোর রাতে মহাসড়কের দাউদকান্দির রায়পুর এলাকায় দুটি কাভার্ডভ্যানের সংঘর্ষ হয়। যানবাহনের অতিরিক্ত চাপ থাকায় মহাসড়কের ইলিয়টগঞ্জ থেকে দাউদকান্দির গাজীপুর পর্যন্ত সড়কের দুই পাশে ২০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।
তিনি জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। যানজট নিরসনে মহাসড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
(দ্য রিপোর্ট/জেপি/এসবি/এজেড/মার্চ ১৪, ২০১৪)