মানব উন্নয়ন সূচকে এগিয়েছে বাংলাদেশ
দ্য রিপোর্ট ডেস্ক: বৈশ্বিক মানব উন্নয়ন সূচকে এগিয়েছে বাংলাদেশ। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) মানব উন্নয়ন প্রতিবেদন অনুযায়ী বৈশ্বিক মানব উন্নয়ন সূচকে ১৩৫তম স্থান অর্জন করেছে বাংলাদেশ। ১৮৯ দেশকে নিয়ে এই সূচক তৈরি করা হয়েছে।
মাথাপিছু আয় ও শিক্ষাসহ বেশ কয়েকটি মানদণ্ডে উন্নতির প্রভাবে এ অগ্রগতি হয়েছে। আগের বছরের তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল ১৩৬তম।
বিভিন্ন দেশের স্বাস্থ্য, শিক্ষা, মাথাপিছু আয় ও সম্পদের উৎস, বৈষম্য, দারিদ্র্য, কর্মসংস্থান, বাণিজ্য ও আর্থিক প্রবাহ, যোগাযোগ, পরিবেশের ভারসাম্য, নিরাপত্তা, লিঙ্গ সমতা ও জনমিতির তথ্য বিশ্লেষণ করে সূচকটি তৈরি করে ইউএনডিপি। মূলত যেসব দেশের শিক্ষা ব্যবস্থা উন্নত, মাথাপিছু আয় বেশি ও নাগরিকদের প্রত্যাশিত আয়ুষ্কাল বেশি সেসব দেশই তালিকায় সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে।
(দ্য রিপোর্ট/আরজেড/ডিসেম্বর ১০,২০১৯)