দ্য রিপোর্ট প্রতিবেদক: দেশের ইতিহাসে প্রথমবারের মতো এজলাস কক্ষে ক্লোজ সার্কিট ক্যামেরার আওতায় বিচারকার্য শুরু করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ।

বুধবার সকাল ৯টা ৫মিনিট থেকে দিনের কাজ শুরু করেন আপিল বিভাগ। এর আগে গেল মঙ্গলবার আপিল বিভাগে ৮টি সিসি ক্যামেরা বসানো হয়।

কোর্ট প্রশাসন জানিয়েছে, এজলাস কক্ষে যারা অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করবে তাদের চিহ্নিত করতে সিসি ক্যামেরা বসানো হয়েছে। যাতে এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সহজ হয়।

এর আগে ৫ ডিসেম্বর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন শুনানিকে কেন্দ্র করে বিএনপিপন্থী আইনজীবীরা প্রধান বিচারপতির এজলাসে বিক্ষোভ ও হট্টগোলের শুরু করেন। ফলে সেদিন আপিল বিভাগের নিয়মিত কার্যক্রম ব্যহত হয়।

এদিকে, আগামীকাল বৃহস্পতিবার আপিল বিভাগে খালেদা জিয়ার জামিনের ওপর শুনানির জন্য দিন ধার্য রয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/ডিসেম্বর ১১,২০১৯)