একশ গাড়ি ভাঙচুর, পাঁচশ জনের সঙ্গে চুলবুলের লড়াই
দ্য রিপোর্ট ডেস্ক: চলতি বছরের বহুল প্রতীক্ষিত সিনেমা দাবাং-থ্রি। কয়েকদিন পরেই মুক্তি পাবে সিনেমাটি।
এদিকে দাবাং ফ্র্যাঞ্চাইজি মানেই ধুন্ধুমার অ্যাকশন। সঙ্গে চুলবুল পান্ডে রূপে সালমানের হাস্যরস। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। সিনেমায় চমকে দেয়ার মতোই ক্লাইম্যাক্স দৃশ্য থাকবে ধারণা করা হচ্ছে।
দাবাং-থ্রিতে খল চরিত্রে অভিনয় করছেন কন্নড় অভিনেতা কিচা সুদীপ। তার চরিত্রের নাম বালি সিং। সিনেমার ক্লাইম্যাক্স দৃশ্যে চুলবুল পান্ডের সঙ্গে তার লড়াই দেখা যাবে। এই দৃশ্যের জন্য একশ গাড়ি ভাঙচুর করা হয়েছে। শুধু তাই নয়, এতে বালি সিংয়ের পক্ষের পাঁচশ জনের সঙ্গে লড়তে দেখা যাবে চুলবুল পান্ডেকে। এই দৃশ্যের শুটিং করতে সময় লেগেছে ২৩ দিন। হিন্দুস্তান টাইমস এই তথ্য জানিয়েছে।
দাবাং ফ্র্যাঞ্চাইজির আগের দুই সিনেমার মতো এবারো রাজ্জো চরিত্রে দেখা যাবে সোনাক্ষী সিনহাকে। এই সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখতে চলেছেন নির্মাতা-অভিনেতা মহেশ মাঞ্জরেকরের মেয়ে সাঈ মাঞ্জরেকর। সিনেমার প্রিক্যুয়েল অংশে সালমানের নায়িকা চরিত্রে দেখা যাবে তাকে। এছাড়াও থাকছেন আরবাজ খান, মাহি গিল প্রমুখ।
দাবাং-থ্রি পরিচালনা করেছেন প্রভুদেবা। সিনেমাটি আগামী ২০ ডিসেম্বর মুক্তি পাবে।
(দ্য রিপোর্ট/আরজেড/ডিসেম্বর ১১,২০১৯)