মিন্টুর গ্রেফতারে উদ্বিগ্ন ব্যবসায়ীরা, বিকালে বৈঠক
দিরিপোর্ট২৪ প্রতিবেদক : ব্যবসায়ী নেতা ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আব্দুল আউয়াল মিন্টুকে বিনা ওয়ারেন্টে গ্রেফতার করায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন দেশের ব্যবসায়ী নেতারা।
দেশের দুই প্রধান রাজনৈতিক দলের মহাসচিব পর্যায়ে সংলাপ আয়োজনের যে উদ্যাগ নেয়া হয়েছিল মিন্টুর গ্রেফতারের কারণে তাতে কিছুটা ভাটা পড়েছে বলে মনে করেন এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ।
তিনি বলেন, ‘মিন্টুর গ্রেফতার হওয়ায় আমরা উদ্বিগ্ন। আজ(রবিবার) বিকেলে এফবিসিসিআইর সাবেক সভাপতিদের নিয়ে বসবো। তাদের নিয়ে একটা সিদ্ধান্ত নেয়া হবে। হরতালের কারণেই তাকে গ্রেফতার করা হয়েছে। মিন্টু বিরোধীদলের উপদেষ্টা আর আমি আওয়ামী লীগের উপদেষ্টা হওয়ায় অনেক বিপদে আছি।’
সংলাপ আয়োজনের উদ্যোগ এখনও অব্যাহত আছে কি-না জানতে চাইলে তিনি বলেন, ‘দুই রাজনৈতিক দলের মধ্যে সংলাপ আয়োজনে ব্যবসায়ীদের উদ্যোগে এখন অব্যাহত আছে। বিরোধীদল হরতাল প্রত্যাহার করলেই তাদের সঙ্গে সরকার প্রধান আলোচনায় বসবেন।’
এফবিসিসিআই সাবেক সভাপতি আনিসুল হকও মিন্টুর গ্রেফতারে গভীর উদ্বেগ প্রকাশ করেন। ব্যবসায়ীরা দুই প্রধান রাজনৈতিক দলের মহাসচিব পর্যায়ে আলোচনার যে উদ্যোগ নিয়েছিলেন আব্দুল আউয়াল মিন্টু গ্রেফতারে ফলে তাতে কোন প্রভাব পড়বে কি-না জানতে চাইলে তিনি কোন মন্তব্য করেননি।
তবে আনিসুল হক বলেন, ‘দুই রাজনৈতিক দলের মধ্যে আলোচনা-সংলাপের আবস্থা যে তিমিরে ছিলো সেখানেই রয়ে গেছে। এদিকে ঢাকা চেম্বারের সভাপতি সবুর খানও মিন্টুর মতো সুনামধন্য ব্যবসায়ীর গ্রেফতার হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
তবে মিন্টুর গ্রেফতার হওয়া ও তার মুক্তির বিষযে কোন কথা বলতে রাজি হননি এফবিসিসিআই সহসভাপতি হেলাল উদ্দিন।
(দিরিপোর্ট২৪/এআই/এমসি/নভেম্বর ১০, ২০১৩)