সিলেট প্রতিনিধি: আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলনের নামে চাঁদা চাইলে পুলিশে দেয়ার অনুরোধ জানিয়েছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন।

শুক্রবার এক বিবৃতিতে এক বিবৃতে এই আহ্বান জানিয়েছেন।

বিবৃতিতে তিনি বলেন, আওয়ামী লীগ নেতারা নিজেদের টাকায়ই সম্মেলনে যোগ দেবেন। সিলেট থেকে ঢাকায় আওয়ামী লীগের সম্মেলনে যোগ দিতে মহানগর আওয়ামী লীগের নাম ভাঙ্গিয়ে যদি কেউ চাঁদা দাবি করে, তাহলে তাকে আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করুন।

তিনি বলেন, দলের ভাবমূর্তি জনগণের কাছে আরও গ্রহণযোগ্য করতে সবার আগে সুশৃঙ্খল ও আদর্শিক রাজনীতির প্রয়োজন।

উল্লেখ্য, আগামী ২০ ও ২১ ডিসেম্বর ঢাকায় বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে।

(দ্য রিপোর্ট/আরজেড/ডিসেম্বর ১৪,২০১৯)