‘২ ঘণ্টায় সালমানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট বোমা মেরে উড়িয়ে দেয়া হবে’
দ্য রিপোর্ট ডেস্ক: বলিউড তারকা সালমান খানের বাড়ি বোমা মেরে উড়িয়ে দেয়ার হুমকি দিয়েছে ১৬ বছরের এক কিশোর। এ ঘটনায় ওই কিশোরকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রের খবর, গত ৪ ডিসেম্বর ওই কিশোর মুম্বাই পুলিশকে একটি মেইল পাঠায়। সে লেখে, মেইলটি পাঠানোর ঘণ্টা দুয়েকের মধ্যেই সালমান খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট বিস্ফোরণে উড়ে যাবে। আটকানোর হলে আটকে নিন।
এমন মেইল পেয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে পুলিশের একটি দল ও বোম স্কোয়াড সালমানের বান্দ্রার বাড়িতে পৌঁছায়।
তবে সেই সময় বাড়িতে ছিলেন না দাবাং খান। বাবা সেলিম খান, মা সালমা খান, বোন অর্পিতাসহ ভাইজানের পুরো পরিবারকে বের করে এনে শুরু হয় তল্লাশি। দীর্ঘ চার ঘণ্টা ধরে চলে তল্লাশি। কিন্তু সন্দেহজনক কিছু উদ্ধার হয়নি।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৬ বছরের এক কিশোর এই ভুয়া হুমকি ইমেল করেছিল। উত্তরপ্রদেশের গাজিয়াবাদের বাসিন্দা সে। ভুয়া মেইল করার অভিযোগে তাকে আটক করেছে পুলিশ।
এর আগে গত সেপ্টেম্বরে কৃষ্ণসার হরিণ হত্যা মামলার শুনানির আগে ফেসবুকে খুনের হুমকি দেয়া হয়েছিল সালমান খানকে।
(দ্য রিপোর্ট/আরজেড/ডিসেম্বর ১৫,২০১৯)