চট্টগ্রামে বিদেশি কারখানায় আগুন
বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম : চট্টগ্রাম সিইপিজেড এলাকার একটি জাপানি কারখানায় আগুন লেগে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে লাগা আগুন দমকল বাহিনী তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে নিয়ন্ত্রণে আনে।
নগর পুলিশের উপ-কমিশনার বাবুল আক্তার দ্য রিপোর্টকে জানান, জাপানি সানকো অপটিকস বিডি লিমিটেড নামে ক্যামেরার লেন্স তৈরির কারখানায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
আগ্রাবাদ দমকল অফিসের সহকারী পরিচালক মো. ইয়াহিয়া দ্য রিপোর্টকে জানান, সকাল সাড়ে ৭টার দিকে জাপানি মালিকানাধীন ক্যামেরার লেন্স তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
(দ্য রিপোর্ট/কেএইচসি/এএস/এজেড/মার্চ ১৪, ২০১৪)