দ্য রিপোর্ট ডেস্ক: আইপিএল নিলামে অবিক্রীত থাকলেন বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহীম। তার প্রতি আগ্রহ প্রকাশ করেনি কোনো ফ্র্যাঞ্চাইজি।

সৌরভ গাঙ্গুলীর শহরে আজ বসেছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে জমজমাট আসর আইপিএলের নিলাম।

নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে উত্তাল কলকাতায় নিলাম নিয়ে উৎকণ্ঠা থাকলেও শেষ পর্যন্ত এই শহরেই চলছে নিলাম। শহরের একটি পাঁচ তারকা হোটেলে আটটি ফ্র্যাঞ্চাইজির নিজেদের পছন্দের খেলোয়াড় কেনার জন্য লড়াই শুরু হয়েছে বিকাল ৪টা থেকে।

মুশফিকুর রহীম ছাড়াও নিলামে কেউ আগ্রহ দেখাননি ইউসুফ পাঠান, পূজারা ও স্টুয়ার্ট বিনিকে কিনতে। তাই তারা অবিক্রীত থেকে গেছেন।

মোট ৩৩২ জন ক্রিকেটারের নাম নিলামে আছে। তার মধ্যে ১৮৬ জন ভারতীয়, ১৪৩ জন বিদেশি ও তিন সহযোগী দেশের সদস্য। সর্বোচ্চ দুই কোটি রুপি। ভিত্তি মূল্য ধরা হয়েছে সাতজন বিদেশির। একমাত্র রবিন উথাপ্পার মূল্য দেড় কোটি রুপি। এছাড়া পিজুস চাওলা, ইউসুপ পাঠান, যাদব উদানকাটের মূল্য ধরা হয়েছে এক কোটি রুপি।

(দ্য রিপোর্ট/আরজেড/ডিসেম্বর ১৯,২০১৯)