ফ্লেচারের ব্যাটে বঙ্গবন্ধু বিপিএলের প্রথম সেঞ্চুরি
দ্য রিপোর্ট প্রতিবেদক: বঙ্গবন্ধু বিপিএল আসরের প্রথম সেঞ্চুরির খাতায় নাম তুললেন ক্যারিবীয় ওপেনার অ্যান্ড্রু ফ্লেচার। ৫৩ বল থেকে নিজের সেঞ্চুরি পূরণ করে ১০৩ রানে অপরাজিত থাকেন তিনি। তার সেঞ্চুরির সুবাদে সিলেট থান্ডার নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২৩২ রানের বড় সংগ্রহ পেয়ে যায়।
আজ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুশফিকুর রহীমের খুলনা টাইগার্স টসে জিতে সিলেটকে ব্যাটিংয়ে পাঠায়। ব্যাটিংয়ের শুরুতে দলীয় ১১ রানের মাথায় মজিদের উইকেট হারায় সিলেট। কিন্তু দ্বিতীয় উইকেটে শক্তিশালী প্রতিরোধ গড়েন ফ্লেচার ও জনসন চার্লস। তারা দুজন ১৫৩ রানের জুটিতে বড় স্কোর সিলেটকে বড় স্কোরের পথে রাখেন।
দলীয় ১৬৪ রানে জনসন চার্লস ৩৮ বল থেকে ৯০ রানের ইনিংস খেলে আউট হন। ১১টি চার ও ৫টি ছক্কায় সাজানো ছিল তার ইনিংসটি। তবে ফ্লেচার নিজের সেঞ্চুরি পূরণ করতে ভুল করেননি। ৫৩ বল থেকে সেঞ্চুরি পূরণ করার পথে তিনি ১১টি চার ও ৫টি ছক্কা সাজান।
বাকিদের মধ্যে মিথুন ৩, মোসাদ্দেক ও নাজমুল হোসেন মিলন দুইনেই ১১ করে রান করেন।
সিলেট বোলারদের মধ্যে সকলেই বল হাতে খরুচে ছিলেন। তার মধ্যে ফ্রাংলিংক ২ উইকেট নেন। এছাড়া শফিউল, শহিদুল ও রবিউল ১টি করে উইকেট নেন।
(দ্য রিপোর্ট/আরজেড/ডিসেম্বর ২১,২০১৯)