গুয়াতেমালায় ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে নিহত ২০

দ্য রিপোর্ট ডেস্ক: গুয়াতেমালায় একটি ট্রাকের সঙ্গে একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে কমপক্ষে ২০ জন নিহত হয়েছে। শনিবার দেশটির পূর্বাঞ্চলে ওই দুর্ঘটনা ঘটেছে। জাতীয় দুর্যোগ বিষয়ক সংস্থা জানিয়েছে, দুর্ঘটনায় আরও বহু মানুষ আহত হয়েছে। নিহতদের মধ্যে নয়জনই শিশু।
স্বেচ্ছাসেবক দমকল কর্মীরা জানিয়েছেন, গুয়াতেমালা শহর থেকে ১৫০ কিলোমিটার পূর্বের গুয়ালান পৌরসভায় ওই দুর্ঘটনা ঘটেছে। একটি ট্রাক যাত্রীবাহী বাসটিকে পেছন থেকে ধাক্কা দিলে ওই হতাহতের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
জাতীয় দুর্যোগ বিষয়ক সংস্থা জানিয়েছে, উত্তরপূর্বাঞ্চলীয় পেতেন এলাকা থেকে রাজধানীর দিকে যাত্রা করেছিল বাসটি। দুর্ঘটনায় আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেয়া হয়েছে। এই ঘটনা তদন্ত করছে পুলিশ।
(দ্য রিপোর্ট/আরজেড/ডিসেম্বর ২২,২০১৯)