সাংবাদিক খাসোগি হত্যার রায়: ৫ জনের মৃত্যুদণ্ড

দ্য রিপোর্ট ডেস্ক: সাংবাদিক জামাল খাসোগি হত্যার ঘটনায় ৫ জনের মৃত্যুদণ্ড দিয়েছে সৌদি আরবের একটি আদালত। রাষ্ট্রীয় প্রসিকিউটরের কার্যালয় আজ সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। ৫ জনের মৃত্যুদণ্ড ছাড়াও এই মামলায় ৩ জনকে ২৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
সৌদি সরকারের কড়া সমালোচক জামাল খাসোগিকে গত বছরের ২০ অক্টোবর ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে ঢোকার পর হত্যা করা হয়। এ বছরের জানুয়ারির শুরুতে সৌদির আদালতে এই হত্যার বিচার শুরু হয়।
সৌদি আরবের সরকারি আইনজীবীদের দাবি, জামাল খাসোগিকে বুঝিয়ে-শুনিয়ে দেশে ফিরিয়ে আনার জন্য কয়েকজন সৌদি এজেন্টকে ইস্তাম্বুল পাঠানো হয়েছিল। কিন্তু শৃঙ্খলাভঙ্গকারী ওই সৌদি এজেন্টরা তাকে হত্যা করেছে।
(দ্য রিপোর্ট/আরজেড/ডিসেম্বর ২৩,২০১৯)