ডেভিল সিনেমায় রণবীরের বদলে প্রভাস
দ্য রিপোর্ট ডেস্ক: ভারতের দক্ষিণী ছবির জনপ্রিয় নায়ক প্রভাস। ‘বাহুবলী’ ছবির মাধ্যমে তুমুল জনপ্রিয়তা পান তিনি। এরপর থেকে ভক্তরা তাকে বাহুবলী নামেই ডাকেন। গত আগস্টে মুক্তি পায় প্রভাসের নতুন সিনেমা ‘সাহো’। বেশ সাড়া জাগিয়ে ছিলো সিনেমাটি। শোনা যাচ্ছে নতুন একটি সিনেমার সঙ্গে যুক্ত হচ্ছেন প্রভাস।
প্রভাসের নতুন এই সিনেমাটির নাম ‘ডেভিল’। এটি নির্মাণ করবেন জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা সন্দীপ রেড্ডি ভাঙার। এই নির্মাতা তার প্রথম সিনেমা ‘অর্জুন রেড্ডি’ দিয়ে বাজিমাত করেছিলেন। পরে এই সিনেমার হিন্দি রিমেক ‘কবির সিং’ নির্মাণ করা হয়। এই ছবিটিও সুপারহিট হয়।
জানা গেছে, সন্দীপ রেড্ডি ভাঙার নতুন সিনেমা ‘ডেভিল’ এ অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন রণবীর কাপুর। কোনো এক অজানা কারণে এই সিনেমা থেকে সরে যান রণবীর। আর রণবীরের পরিবর্তে এবার নেওয়া হচ্ছে দক্ষিণের সুপারস্টার প্রভাসকে। এই নির্মাতার সঙ্গে কাজের সুযোগ পেয়ে বেশ খুশি হয়েছেন প্রভাস।
বর্তমানে ‘জান’ নামের একটি সিনেমার শুটিংয়ে তিনি ব্যস্ত সময় পার করছেন প্রভাস। এতে তার বিপরীতে অভিনয় করছেন পূজা হেগড়ে।
(দ্য রিপোর্ট/আরজেড/ডিসেম্বর ২৬,২০১৯)