দ্য রিপোর্ট প্রতিবেদক: ইভিএম পদ্ধতিতেই ত্রুটিমুক্ত নির্বাচন করা সম্ভব বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। শনিবার দুপু‌রে ব‌রিশাল আঞ্চ‌লিক নির্বাচন কার্যাল‌য়ে জেলা ও উপ‌জেলা পর্যা‌য়ের নির্বাচন কর্মকর্তা‌দের সঙ্গে মত‌বি‌নিময় সভায় এ কথা বলেন তিনি।

নূরুল হুদা বলেন, সুষ্ঠু ও শা‌ন্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতের জন্যই ঢাকার দুই সি‌টি ক‌র্পোরেশ‌নের ভোটগ্রহণ ইভিএমে হবে।

তিনি বলেন, নির্বাচন ত্রুটিমুক্ত করার জন্যই ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করব। যাতে লোক ভোট দিতে গিয়ে ভোট দিয়ে আসতে পারে। এখানে ত্রুটিযুক্তর কোনো সুযোগ আমরা রাখতে চাই না।

তবে নির্বাচন কর্মকর্তারা ইভিএমকে ত্রুটিযুক্ত বললে সিদ্ধান্ত পাল্টানো যেতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

এসময় এক প্রশ্নের জবাবে ইভিএম পদ্ধতি নিয়ে ডক্টর বদিউল আলম মজুমদার বিভিন্ন সময় যে সমালোচনা করেন তার সমালোচনা করেন সিইসি। বদিউল আলম মজুমদার দক্ষ নয় বলে, মন্তব্যও করেন প্রধান নির্বাচন কমিশনার।

ব্যক্তিগত সফরে নূরুল হুদা শুক্রবার পটুয়াখালী যান। সেখান থেকে ফেরার পথে আজ বৈঠক করেন বরিশাল আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে নির্বাচন কর্মকর্তাদের সাথে। মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নানা দিক নির্দেশনা দেন তিনি।

(দ্য রিপোর্ট/আরজেড/ডিসেম্বর ২৮,২০১৯)