দ্য রিপোর্ট প্রতিবেদক: রাজধানীর শান্তিনিকেতনে ধনাঢ্য ব্যবসায়ী শাহ মো. তোবারক হোসেন (৭০) হত্যার ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপির গোয়েন্দা শাখা ডিবি।

রোববার সকালে গণমাধ্যমে পাঠানো এক খুদে বার্তায় এ কথা জানানো হয়।

এতে বলা হয়, শান্তিনিকেতনে ব্যবসায়ী শাহ্ মো. তোবারক হোসেন হত্যার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে ডিবি। হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু ও আলামত উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে পরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবেও জানান হয়।

গত বুধবার ভোরে চার-পাঁচজন দুর্বৃত্ত শান্তিনিকেতনে তোবারকের চতুর্থ তলার ফ্ল্যাটে ঢুকে তার মাথা, কপাল, চোয়াল ও হাতে কোপ দেয়। পরে হাসপাতালে তিনি মারা যান।

তোবারকের স্ত্রী পারভীন ইসমত আরা জানান, তোবারক হোসেন মহাখালী মামা প্লাজা নামের একটি ছয়তলা মার্কেটের মালিক ছিলেন। ওই মার্কেট থেকে প্রত্যেক মাসে পাঁচ লাখ টাকা আয় হতো। ওই টাকা তিনি ব্যাংকে না রেখে বাসায় রাখতেন।

এদিকে, তোবারক খুনের ঘটনায় তার বাসার গৃহকর্মী, দারোয়ান, পালক ছেলেসহ আট জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তেজগাঁও শিল্পাঞ্চল থানার পাশাপাশি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (পশ্চিম-ডিবি) ছায়া এ হত্যা মামলার তদন্ত করছে।

(দ্য রিপোর্ট/আরজেড/ডিসেম্বর ২৯,২০১৯)