দ্য রিপোর্ট প্রতিবেদক: পূর্বঘোষিত সমাবেশের অনুমতি না দেওয়ার প্রতিবাদে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ঢাকা মহানগরীর থানায় থানায় বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি।

সোমবার (৩০ ডিসেম্বর) সকাল ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এ ঘোষণা দেন।

তিনি বলেন, ‘আজকেও বিএনপির শান্তিপূর্ণ সমাবেশকে বাধা দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। আমাদের পূর্বঘোষিত সমাবেশের কর্মসূচিকে বানচাল করতে পোশাক ও সাদা পোশাকে পুলিশ সকাল থেকে দলীয় কার্যালয়ের সামনে, আশেপাশের সড়ক ও অলিগলিতে অবস্থান নিয়ে যুদ্ধংদেহী পরিবেশ তৈরি করে রেখেছে। সমাবেশ করতে না দেওয়ার প্রতিবাদে আগামীকাল মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ঢাকা মহানগরের থানায়-থানায় বিক্ষোভ মিছিল করা হবে।’

সারাদেশটাই যেন আওয়ামী লীগের তালুকদারিতে পরিণত হয়েছে বলে মন্তব্য করে রিজভী বলেন, ‘যখন তখন যেকোনও সময় আওয়ামী লীগ যেকোনও স্থানে সভা-সমাবেশ করতে পারে। অথচ বিরোধী দল ও ভিন্ন মতের মানুষদের সেই অধিকার নেই। এদেশে শুধুমাত্র একজনেরই গণতান্ত্রিক অধিকার আছে, তিনি হলেন শেখ হাসিনা।’

বাংলাদেশে এক ব্যক্তিকেন্দ্রিক গণতন্ত্র চলছে বলে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘একমাত্র শেখ হাসিনার কণ্ঠস্বরের স্বাধীনতাই রয়েছে চরম পর্যায়ে। আর দুঃশাসনে বিরোধী দলের নেতাকর্মী ও ভিন্নমতের মানুষরা সাব-হিউম্যান পর্যায়ে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন— বিএনপি’র ভাইস চেয়ারম্যান ডা. জাহিদ হোসেন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ প্রমুখ।

(দ্য রিপোর্ট/আরজেড/ডিসেম্বর ৩০,২০১৯)