দ্য রিপোর্ট প্রতিবেদক: ইংরেজি বর্ষবরণ থার্টি ফার্স্ট নাইট ঘিরে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। সোমবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) বার্ষিক সাধারণ সভায় তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, থার্টি ফার্স্ট নাইটে কোনো থ্রেট নাই। আমাদের গোয়েন্দারা সক্রিয় আছেন। সব ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়েছি। সবাই সুন্দরভাবে আনন্দ উপভোগ করবে।

এ সময় সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, সঠিক কথাটা লিখলেই অনেকে ক্রোধান্বিত হন। আমরা সব সময় পাশে আছি। পুলিশ দক্ষতার সঙ্গে কাজ করছে। অনেক ঘটনা পুলিশের আড়াল হয়ে যায়, সেটা সাংবাদিকরা তুলে ধরেন।

আসাদুজ্জামান খাঁন কামাল আরও যোগ করেন, সুন্দরবনে জলদস্যুদের সঙ্গে যোগাযোগ করে তাদের আত্মসমর্পণে উৎসাহ দিচ্ছেন (সাংবাদিকরা)। আমরা সমালোচনা চাই। সেটা করতে পারলে দেশ এগিয়ে যাবে।

ক্র্যাব সভাপতি আবুল খায়েরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাবের মহাপরিচালক ড. বেনজীর আহমেদ।

(দ্য রিপোর্ট/আরজেড/ডিসেম্বর ৩০,২০১৯)