দ্য রিপোর্ট প্রতিবেদক: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদ থেকে পদত্যাগ করেছেন আতিকুল ইসলাম। আজ সোমবার বিকালে তিনি পদত্যাগ করেন।

আতিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, তিনি একটু আগেই পদত্যাগপত্রে স্বাক্ষর করেছেন এবং সেটি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছেন।

ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের ভোটগ্রহণের জন্য ৩০ জানুয়ারি ২০২০ তারিখ নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। এবার সব কেন্দ্রে ইভিএমে ভোটগ্রহণ করা হবে।

কমিশনের প্রজ্ঞাপনে জানানো হয়েছে, রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ৩১ ডিসেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে ২ জানুয়ারি ২০২০। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৯ জানুয়ারি এবং ভোটগ্রহণ করা হবে ৩০ জানুয়ারি।

(দ্য রিপোর্ট/আরজেড/ডিসেম্বর ৩০,২০১৯)