দ্য রিপোর্ট ডেস্ক: ভারতের প্রথম ‘চিফ অব ডিফেন্স স্টাফ’ (সিডিএ) হলেন সেনাপ্রধান বিপিন রাওয়াত। তিন বছরের জন্য তিনি এ পদে থাকবেন। একদিন পরেই তিনি অবসরে যাওয়ার কথা রয়েছে। এর আগেই তাকে নতুন পদে বহাল করল মোদি সরকার। খবর ভারতীয় গণমাধ্যম এনডিটিভির।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে সেনা বিষয়ক দফতরের প্রধান হচ্ছেন তিনি। এর আগে তিন বাহিনীর কাজে সমন্বয়ের জন্য গত ২৪ ডিসেম্বর এ পদের ঘোষণা করেন নরেন্দ্র মোদি।

সরকারকে প্রতিরক্ষা সংক্রান্ত বিষয়ে সবরকম পরামর্শ দেবেন ‘চিফ অব ডিফেন্স স্টাফ’।

১৯৯৯-এর কারগিল যুদ্ধে ভারতীয় সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌসেনার পারদর্শিতা খতিয়ে দেখতে একটি কমিটি গঠিত হয়েছিল। সেই কমিটিই প্রথম তিন বাহিনীর উপদেষ্টার এই সুপারিশ করেছিল। চলতি বছর স্বাধীনতা দিবসের বক্তৃতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রথম এই পদের ঘোষণা করেন।

(দ্য রিপোর্ট/আরজেড/ডিসেম্বর ৩০,২০১৯)