জেএসসিতে জিপিএ-৫ পেল ৭৮ হাজার ৪২৯ জন
দ্য রিপোর্ট প্রতিবেদক: জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় এ বছর জিপিএ-৫ পেয়েছে ৭৮ হাজার ৪২৯ জন। গতবারের চেয়ে এ সংখ্যা ১০ হাজার ৬৩৪ জন বেশি। এ বছর পাসের হার ৮৭.৯ শতাংশ। এই পাসের হার গত বছরের তুলনায় ২ দশমিক ০৭ শতাংশ বেশি।
শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি মঙ্গলবার (৩১ ডিসেম্বর) পরীক্ষার ফলাফল প্রকাশ করেন।
এর আগে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ১০টা ১০ মিনিটে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে পঞ্চম এবং অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত এসব পরীক্ষার ফলাফলের অনুলিপি তুলে দেওয়া হয়।
শুরুতে গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন প্রধানমন্ত্রীর হাতে পিইসির ফলাফল তুলে দেন। এরপর শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফলাফল তুলে দেন। এরপর প্রতিটি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা নিজ নিজ বোর্ডের ফল শেখ হাসিনার হাতে তুলে দেন।
উল্লেখ্য, এবার প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনীতে এবার ২৯ লাখ ৩ হাজার ৬৩৮ জন এবং জেএসসি-জেডিসিতে ২৬ লাখ ৬১ হাজার ৬৮২ জন শিক্ষার্থী অংশ নেয়।
(দ্য রিপোর্ট/আরজেড/ডিসেম্বর ৩১,২০১৯)