দ্য রিপোর্ট ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৩০ডিসেম্বর) সন্ধ্যায় নয়াদিল্লির ৭ লোক কল্যাণ মার্গের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।খবর টাইমস অব ইন্ডিয়ার।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর বাসভবনে ফায়ার অ্যালার্ম বেজে ওঠে। সন্ধ্যা ৭.২৫ মিনিটে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ঘটন স্থলে পৌঁছে। ইতিমধ্যে প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারাও ঘটনাস্থলে পৌঁছেছেন।

ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, বৈদুতিক শর্ট সার্কিটের জেরে আগুন লেগেছে। তবে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর দফতর। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এ ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে ভারতে।

(দ্য রিপোর্ট/আরজেড/ডিসেম্বর ৩১,২০১৯)